বিপর্যয়ের মুখে দেশের টেলিকম খাত। মোবাইল টেলিকম সেবার জন্য সবচেয়ে মূল্যবান ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম গত ১৭ বছর ধরে অখ্যাত এক প্রতিষ্ঠান—‘অলওয়েজ অন বাংলাদেশ’ (এওএনবি)-এর নিয়ন্ত্রণ করে রেখেছে। আন্তর্জাতিক টেলিকম সংস্থা (আইটিইউ) যেই ব্যান্ডকে বিশ্বব্যাপী ৪জি ও ৫জি সেবার মূল ভরসা হিসেবে চিহ্নিত করেছে, সেটিই জিম্মি করে রেখেছে প্রতিষ্ঠানটি। ফলে কল ড্রপ, ধীরগতির ইন্টারনেট, গ্রামীণ-শহুরে বৈষম্য এবং দুর্বল নেটওয়ার্ক কাভারেজ ক্রমেই তীব্র হচ্ছে। অথচ এ ব্যান্ড ছাড়া দেশের সর্বত্র উচ্চগতির নেটওয়ার্ক বিস্তার অসম্ভব। এর মধ্যে এওএনবি এখন প্রায় এক হাজার ৮০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করছে—যেখানে আগে দাবিটি ছিল ৮০০ কোটি টাকা।
অন্যদিকে এই ব্যান্ড নিলাম হলে সরকারের রাজস্ব আয় হতে পারে প্রায় ১২ হাজার কোটি টাকা, যা দেশের ডিজিটাল রূপান্তরে বড় গতি জোগাবে।
