দীর্ঘ ৩৫ বছর পর ১৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন। নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ধারণা করা হচ্ছে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে মূলত ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে। সংগঠন দুটির নেতাকর্মীরা বেশ জোরেশোরে প্রচার চালাচ্ছেন। এ পরিস্থিতিতে জয় নিয়ে আশাবাদী শিবির আর ইতিবাচক কিছুর অপেক্ষায় ছাত্রদল।
