বিনা পারিশ্রমিকেই রাতদিন নিরলসভাবে কাজ করে বহুল আলোচিত আগ্রাসনবিরোধী আট স্তম্ভকে বাস্তবে রূপ দেন নিভৃতচারী স্থপতি নাজমুল হক নাঈম। বুয়েট থেকে অনার্স মাস্টার্স ও পিএইচডি করা; বর্তমানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আর্কিটেকচার বিভাগের সহকারী অধ্যাপক এ স্থপতির ভাষায়-আবরার যে আলো জ্বালিয়ে দিয়ে গেছেন সে আলো এখানে জ্বলবে আর অনুপ্রেরণা জোগাবে তরুণদের মাঝে। এটি এমন এক স্থাপনা, যা শুধু আবরারের স্মৃতিই নয়, বরং যুগে যুগে আগ্রাসন ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের চেতনাকেও বহন করবে।
অনুভূতি ব্যক্ত করে স্থপতি নাঈম আমার দেশকে বলেন, স্বৈরাচার সরকারের আমলে ভেঙে গুঁড়িয়ে দেওয়া সেই প্রথম নির্মিত স্তম্ভের থিমের আলোকে উদ্যোক্তা সংশ্লিষ্টদের দিকনির্দেশনায় কিছু নতুনত্ব যোগ করে আমার স্মৃতিময় ক্যাম্পাস এলাকায় এটিকে বাস্তবে রূপ দিতে পেরে খুবই ভালো লাগছে।