স্টাফ রিপোর্টার

বাড়ি থেকে পালিয়ে যাওয়া কুড়িগ্রামের সেই হিন্দু দুই বোনের ইসলাম ধর্ম গ্রহণের সত্যতা নিশ্চিত করেছে পুলিশ সদর দপ্তর।
বুধবার রাতে পুলিশ সদরদপ্তর কুড়িগ্রাম জেলা পুলিশের বরাত দিয়ে গণমাধ্যমকে জানায়, স্বেচ্ছায় পালিয়ে যাওয়া দুই বোনের একজন ফেসবুক স্ট্যাটাসে তাদের ইসলাম ধর্ম গ্রহণের কথা স্ট্যাটাসে জানিয়েছেন।
কুড়িগ্রাম জেলার রাজারহাট থানাধীন ফেডারেশন বাজার, পান্থাপাড়া গ্রামের সহোদর বোন স্নিগ্ধা রানী (২৪) ও পূর্ণিমা রানী (১৮) গত ১৬ সেপ্টেম্বর নিজ বাড়ি থেকে কলেজে যাওয়ার পর নিখোঁজ হন।এ সংক্রান্তে তাদের পিতা ওইদিন রাজারহাট থানায় একটি নিখোঁজ জিডি করেন। পরে ভিকটিমদের একজন তার ফেসবুক আইডি থেকে স্ট্যাটাস দেন তারা দুই বোন হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান হয়েছেন।
গত মঙ্গলবার তাদের পিতা পুলিশকে জানান,নিখোঁজ দুই বোন নাগেশ্বরী থানার ফেরদৌস হুজুরের বাড়িতে অবস্থান করছেন।রাজারহাট পুলিশ মহিলা পুলিশসহ ওই বাড়িতে যান। এরপর মহিলা পুলিশগণ বাড়ি তল্লাশি করেন।কিন্তু দুই বোনকে ওই বাড়িতে পাওয়া যায়নি।এনিয়ে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।