রবিবার , ২১ সেপ্টেম্বর ২০২৫ | ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

নেদারল্যান্ডসে অভিবাসনবিরোধী ব্যাপক বিক্ষোভ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২১, ২০২৫ ৫:৩৯ পূর্বাহ্ণ

নেদারল্যান্ডসের হেগে অভিবাসনবিরোধী ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। এসময় পুলিশের সোথে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। গ্রেপ্তার হয়েছেন অন্তত ৩০ জন। খবর বিবিসির।

পুলিশ জানায়, প্রায় এক হাজার ৫০০ বিক্ষোভকারী একটি মহাসড়ক অবরোধ করে এবং পুলিশেরি একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ও পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ্য করে পাথর ও বোতল ছুঁড়ে মারে কেউ কেউ। এক পর্যায়ে দু’পক্ষের মাঝে সংঘর্ষ বাধে। এতে দুই পুলিশ কর্মকর্তা আহত হন।

এ ঘটনাটিকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে ডাচ প্রধানমন্ত্রী ডিক স্কোফ বলেন, ‘নির্লজ্জ সহিংসতার এমন দৃশ্য কোনোভাবেই মেনে নেয়া যায় না।’

বিক্ষোভের আয়োজন করেছিলেন এক ডানপন্থি অভিবাসন বিরোধী কর্মী। তিনি সরকারের অভিবাসননীতি কঠোর করার এবং আশ্রয়প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত