পাবনার বেড়া পৌর এলাকায় নদীর ঘাট দখল ও নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। ভাঙচুর শেষে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে স্থানীয় বিএনপির কার্যালয়।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বেড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বৃশালিখা এলাকায় এ সংঘর্ষ ঘটে। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, হুরা সাগর নদীর বৃশালিখা ঘাট দীর্ঘদিন ধরে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীরা নিয়ন্ত্রণ করে আসছিলেন। তবে গত ৫ আগস্টের পর স্থানীয় বিএনপির একাংশকে সঙ্গে নিয়ে তারা ঘাটের নিয়ন্ত্রণ ধরে রাখে।
পরে বিএনপি নেতা হাসান আলীর নেতৃত্বে দলটির আরেকটি অংশ নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা চালায়। এ নিয়ন্ত্রণকে কেন্দ্র করেই সোমবার দুপুরে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি চলে।
ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে মোতায়েন রয়েছে।
