ফেনী জেলা জামায়াতের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার এক যুগ পর মামলা দায়ের করা হয়েছে। এতে পতিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীসহ ৮ জনের নাম উল্লেখ করে দেড়শ জনকে আসামি করা হয়েছে। জেলা জামায়াতের সাবেক দপ্তর সম্পাদক মো. শফিকুর রহমান বাদী হয়ে সোমবার রাতে মামলাটি করেন।
মঙ্গলবার জেলা জামায়াতের প্রচার সম্পাদক আ.ন.ম আবদুর রহীম আমার দেশকে জানান, ঘটনার পর সেই সময়ও মামলা করা হয়েছিল। তবে পুলিশ ভুয়া রিপোর্ট দিয়ে মামলাটি বিচার প্রক্রিয়ায় এগোতে দেয়নি।
মামলায় এজাহারে উল্লেখ করা হয়, ২০১৩ সালের ১৫ ডিসেম্বর রোববার রাত আড়াইটার দিকে শহরের শান্তি কোম্পানি রোডের আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসার উত্তর-পশ্চিম পাশে অবস্থিত জেলা জামায়াতে ইসলামীর অফিসের কলাপসিবল গেইট ভেঙে আসামিরা ভেতরে প্রবেশ করে।
এসময় ওই ভবনের দারোয়ান প্রাণ ভয়ে পালিয়ে গেলে তারা অতর্কিত গুলিবর্ষণ ও বোমা ফাটিয়ে অফিস ভাঙচুর করে। একপর্যায়ে গ্যারেজে থাকা নোহা গাড়ি (রেজিস্ট্রেশন নং ঢাকা মেট্রে-চ-৫৩-৭৪৫৪) ও দুইটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।