বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, দেশে ফিরে তারেক রহমান শুধু বিএনপির নয়, গণতন্ত্র যাত্রায় নেতৃত্ব দেবেন।
ডা. জাহিদ বলেন, নির্বাচনি আসনের তুলনায় বিএনপি মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা প্রায় ১০ গুণ। স্থানীয় জনগণের কাছে জনপ্রিয়তা ও বিভিন্ন জরিপের ভিত্তিতেই মনোনয়ন দেয়া হবে। তিনি আরও বলেন, ‘দল কাউকে গ্রিন সিগনাল দেয়নি, ধারাবাহিকভাবে নির্বাচনি কার্যক্রম পরিচালিত হচ্ছে।’
