বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সকল রাজনীতিক দলকে নিয়ে জাতীয় ঐক্যমতের সরকার গঠন করা হবে।’ বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর শহরের বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে পৌর বিএনপির সম্মেলনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
এসময় শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘প্রেসিডিন্টে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ছিলেন। মাটি ও মানুষের নেতা ছিলেন। গণমানুষের নেতা ছিলেন। আর সেটার প্রতিচ্ছবি তারেক রহমানের মধ্যে দেখতে পাচ্ছি। সেটা তার মধ্যে রয়েছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি এই দেশের মানুষের আস্থা-বিশ্বাস রয়েছে। খালেদা জিয়া ও তারেক রহমানের নেত্বত্বে বিএনপি ঐক্যবদ্ধ আছে, থাকবে।’
বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ‘গত ১৭ বছরে দেশে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে। গুম-খুন নির্যাতন হয়েছে। হাসিনার নেতৃত্বে সব অপকর্মগুলো হয়েছে। হাসিনার রক্তচক্ষুকে ভয় পাইনি। বারবার জেল-জুলুম নির্যাতনের শিকার হয়েছি। তারপরও হাসিনার কাছে মাথা নত করেনি। তাই হাসিনা যে কাজগুলো করছেন, সেটা বিএনপি করতে পারে না।’ এ্যানি আরও বলেন, ‘আমাদের চিরদিন মনে রাখতে হবে ফ্যাসিস্ট হাসিনার কথা, ভুলা যাবে না। ৫ তারিখের পরে তারেক রহমান যে জিয়ার স্বপ্নটাকে লালন করেন, খালেদা জিয়ার আপসহীন স্টাইলে যে কাজটা করার চিন্তা করেন সে কাজটাতে হাত দিয়েছেন। সবাই ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে
