বিজ্ঞানীরা জানিয়েছেন, চাঁদ প্রতি বছর প্রায় ৩.৮ সেন্টিমিটার হারে পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে। এভাবে চলতে থাকলে কয়েক কোটি বছরের মধ্যে পৃথিবী-চাঁদের দূরত্ব উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। এই প্রক্রিয়া মূলত জোয়ার-ভাটার টানাপোড়েনের কারণে হচ্ছে। পৃথিবীর মহাসাগরে জোয়ার-ভাটা তৈরি হলে তা চাঁদের ওপর প্রভাব ফেলে এবং ধীরে ধীরে তাকে দূরে সরিয়ে দেয়।
গবেষকরা বলেন, পৃথিবীর ঘূর্ণন গতি ক্রমেই ধীর হচ্ছে। কয়েকশ’ মিলিয়ন বছর আগে এক দিনে ২৪ ঘণ্টা নয়, বরং প্রায় ১৯ ঘণ্টা ছিল। পৃথিবী ধীরে ঘুরতে থাকায় সময় বাড়ছে এবং চাঁদ দূরে সরে যাচ্ছে।
এই পরিবর্তন এখনকার জীবনে তেমন প্রভাব ফেলছে না। তবে দীর্ঘ সময়ের ব্যবধানে এর প্রভাব পড়তে পারে পৃথিবীর আবহাওয়া ও সামুদ্রিক জীববৈচিত্র্যের ওপর। বিজ্ঞানীরা মনে করেন, মহাজাগতিক এই প্রক্রিয়া কোটি কোটি বছর ধরে চলতে থাকবে।
