প্রতিনিধি, ঢাবি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা অভিযোগ করেছেন, রাজনীতিবিদরা মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতি বর্ণবাদী ও বৈষম্যমূলক আচরণ করছে। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের সাম্প্রতিক মন্তব্য—‘ঢাকা বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় পরিণত হয়েছে’—সম্পর্কেও কড়া সমালোচনা করেছেন সর্বমিত্র চাকমা। তিনি বলেন, ‘এটি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি অপমান নয় বরং আলিয়া ও কওমী মাদ্রাসার কোটি কোটি ছাত্র-ছাত্রীকেও অপমান করা হয়েছে। যারা মনে করেন ‘মাদ্রাসা ট্যাগ’ দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানকে অপমান করা যায়, তারা নিজেরাও মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতি কেমন বৈষম্য করেন তা সহজেই অনুমেয়।’
ডাকসুর এ সদস্যের মতে, দেশের মূলধারার রাজনীতিবিদরা যখন প্রকাশ্যে মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে ঘৃণা, বিদ্বেষ ও বৈষম্যের রাজনীতি করেন, তখন সমাজে নিন্দার ঝড় ওঠে না—যা ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে শঙ্কা তৈরি করে।
