মিরপুর প্রতিনিধি মো মাজহারুল ইসলাম
কুষ্টিয়ার মিরপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে তিন ঔষধ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে মিরপুর বাজারের তিনটি ঔষধের দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট নাজমুল ইসলাম।
মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়ের অপরাধে ঔষধ ও কসমেটিকস্ আইন ২০২৩ অনুযায়ী মিরপুর বাজারের সেবা ঔষধালয়কে ৭ হাজার, ডটার্স ফার্মেসীকে ৮ হাজার ও পপুলার ফার্মেসীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরে সহকারী পরিচালক মেহাঃ রহমতুল্লাহ উপস্থিত ছিলেন। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার নামজুল ইসলাম বলেন, মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয় করা আইনত অপরাধ বলে গন্য। তাই তাদের দোকানে অভিযান চালিয়ে উক্ত অপরাদের দায়ে জরিমানা করা হয়েছে। আগামীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
