বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আগামী নির্বাচনে প্রশাসনিক ‘ক্যু’ শব্দটিও শুনতে চাই না। আমরা কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং দেখতে চাই না ফ্যাসিবাদী আমলের কোনো ইলেকশন এই বাংলার জমিনে আর হতে দিব না। বিশ্বাস করি, আমরা আল্লাহর সাহায্য পাব। কারণ আমরা ন্যায়ের পথে আছি, জনগণের অধিকারের পক্ষে আছি। যতক্ষণ পর্যন্ত ফ্যাসিবাদের শেষ চিহ্নটুকু থাকবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এই দায়িত্ব শুধু আমাদের একার নয়। এখানে আপনারা সব শ্রেণি পেশার মানুষ আছেন, ওলামারা আছেন, সাংবাদিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার আছেন এই দায়িত্ব আমার আপনার সকলের।
৫ জুলাই শনিবার বিকালে ফেনী জেলা জামায়াতে ইসলামী উদ্যোগে জেলা আমীর মুফতি মাওলানা আবদুল হান্নান এর সভাপতিত্বে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আমীরে জামায়াত এসব কথা বলেন। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নায়েবে আমীর সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম প্রমুখ।
