চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা আজ ২৪ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ বিকাল ০৪:০০ ঘটিকায় দর্শনা চেকপোস্টে বাৎসরিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে চেকপোস্টে কর্মরত পুলিশ সদস্যদের একটি চৌকস দল পুলিশ সুপার মহোদয়কে গার্ড অব অনার প্রদান করে।
পুলিশ সুপার মহোদয় চেকপোস্টে কর্মরত সকল অফিসার-ফোর্সের সাথে পরিচিতি ও কুশল বিনিময় করেন। তিনি চেকপোস্টের অফিস, ব্যারাক এবং মেস ঘুরে দেখেন এবং সার্বিক পরিবেশ, ব্যবস্থাপনা ও সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করেন।
এ সময় তিনি উপস্থিত পুলিশ সদস্যদের প্রতি জনগণের প্রকৃত সেবক হিসেবে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। চেকপোস্টে আগত দেশি ও বিদেশি সম্মানিত নাগরিকদের প্রতি হয়রানিমুক্ত, দুর্নীতিমুক্ত এবং দ্রুততম সময়ের মধ্যে পুলিশী সেবা নিশ্চিত করার নির্দেশ দেন। তিনি সেবা প্রদান কার্যক্রমকে আরও সহজীকরণে সচেষ্ট থাকার ওপর জোর দেন।
পুলিশ সুপার জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা, দায়িত্ব পালনের ক্ষেত্রে সকল পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা এবং সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান।
উক্ত পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) জনাবা তাজরিনা সুলতানা; ডিআইও-১, ডিএসবি, চুয়াডাঙ্গা; এবং দর্শনা চেকপোস্টে কর্মরত অন্যান্য পুলিশ অফিসার ও সদস্যবৃন্দ।