ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান ড. মো: ফেরদৌস, ঢাবির শিক্ষক সমাজের লজ্জা। তার বিরুদ্ধে ৫ জন নারী শিক্ষার্থীর অভিযোগ রয়েছ, যৌন হয়রানির। চারটি প্রমাণিত, একটি তদন্তধীন। কিন্তু একটা কথা প্রচলিত আছে না? টাকা আর ক্ষমতা থাকলে এই দেশে বাঘের দুধও পাওয়া সম্ভব! অন্য দেশ হলে হয়তো তার এতদিনে জেল জরিমানা হয়ে যেতো।
কিন্তু এটা তো বাংলাদেশ, তাই উনি বহাল তবিয়তে ফলিত গণিত বিভাগে চেয়ারম্যানের পাশাপাশি অধ্যাপনা করে যাচ্ছেন। এটা নিয়ে ঢাবি ম্যাথ বিল্ডিং এর সামনে একদল শিক্ষার্থী পোস্টারিং করেছিলো। স্যারের অসীম ক্ষমতার সামনে সেই পোস্টার ৬ ঘণ্টাও টিকতে পারেনি। এই লোকের অপরাধ করে পার পেয়ে যাওয়ার আরেক দফা রাস্তা ক্লিয়ার হলো।
এই ঢাবি শিক্ষকদের অসীম ক্ষমতার সামনে আর কত মেয়েকে এভাবে হয়রানির শিকার হতে হবে সেই উত্তর কে দেবে? ক্যাম্পাসের নিরাপত্তা কি শুধু রাস্তায়ই হয় নাকি সম্ভ্রমের রক্ষাও তার অংশ?
