লন্ডনে ট্রাম্প বিরোধী বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। পুলিশ বলছে, পার্লামেন্ট স্কয়ারের সামনে ট্রাম্প বিরোধী এ সমাবেশে জড়ো হন প্রায় পাঁচ হাজার বিক্ষোভকারী। প্রেসিডেন্ট হিসেবে তার দ্বিতীয় রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন ট্রাম্প। খবর বিবিসির।
৫০ টির বেশি ইউনিয়ন ও দাতব্য সংস্থার সমন্বয়ে গঠিত সংগঠন ‘স্টপ ট্রাম্প কোয়ালিশন’ এই বিক্ষোভের আয়োজন করে। তারা লন্ডনের পোর্টল্যান্ড প্লেস থেকে হোয়াইটহলের দিকে মিছিল নিয়ে যান।
