
কোস্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী রেজা বলছেন, আগামী ১০-১৫ বছর পর কক্সবাজারে ভূ-গর্ভস্থ পানি আর পাওয়া যাবে না। পকেটে ডলার থাকলেও আমরা খাদ্য কিনতে পারবো না।
শনিবার দুপুরে শহরের অরুণ্যদয় স্কুল মিলনায়তনে এই সভার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্ট। ৩০ সেপ্টেম্বর জাতিসংঘে অনুষ্ঠিতব্য রোহিঙ্গা সম্মেলনকে সামনে রেখে কক্সবাজারের ‘নাগরিক সমাজের বার্তা’ শিরোনামে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় তিনি কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকদের ‘সিটি ট্যাক্স’ দিতে হবে বলেও প্রস্তাব তুলেন। তিনি বলেন, ওই সিটি ট্যাক্স আবাসিক হোটেল গুলো আদায় করবে। আর এই টাকা দিয়ে বর্জ্য ব্যবস্থাপনা করা হবে।
এমন সব মন্তব্য উঠে এসেছে কক্সবাজারে আয়োজিত এক আলোচনা সভা ও সংবাদ সম্মেলনে।