সুনামগঞ্জ মাওলানা মুশতাক আহমদ গাজিনগরীর হত্যার ২০ দিন পার হলেও তদন্তে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই এমন অভিযোগ তুলেছেন জমিয়তের নেতারা। রোববার দুপুরে শহরের শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা জমিয়তের সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী।
তিনি বলেন, গত ২ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার পর থেকে মাওলানা মুশতাক আহমেদ গাজিনগরী নিখোঁজ হন। তিন দিন পর গত ৫ সেপ্টেম্বর সকালে শরিফপুর পুরান সুরমা নদীতে তার লাশ ভেসে ওঠে। এ ঘটনায় পুরো সুনামগঞ্জ জেলায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়। এজহারভুক্ত একমাত্র আসামি এম. আব্দুল হাফিজ পাঠানকে গ্রেপ্তারের পর রিমান্ডে নেওয়া হলেও কোনো তথ্য উদঘাটন হয়নি। রিমান্ড শেষে তাকে জেলহাজতে পাঠানো ছাড়া তদন্তে কোনো অগ্রগতি পাওয়া যায়নি। হত্যার মূল কারণ, নেপথ্যের হোতা কিংবা পরিকল্পনাকারীরা এখনো শনাক্ত হয়নি।
