আপ বাংলাদেশের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এবং জুলাই যোদ্ধা আলী আহসান জুনায়েদ বলেছেন, ৪ আগস্ট যাত্রাবাড়ী এলাকায় আন্দোলনে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ সম্মিলিতভাবে আন্দোলনকারীদের ওপর সশস্ত্র হামলা চালায়। সেখানে অনেকেই গুলিবিদ্ধ হয়ে নিহত ও আহত হন।
গতকাল রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসব কথা বলেন তরুণ এ রাজনীতিবিদ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গঠনের ইতিহাস টেনে এ জুলাইযোদ্ধা বলেন, ২০২৪ সালের ১ জুলাই ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ গঠন করা হয়। ধীরে ধীরে আন্দোলনে গতি আসে।৬ জুলাই থেকে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি দেওয়া হয়। আন্দোলনের ধারাবাহিকতায় ১৫ জুলাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন,আন্দোলনরত শিক্ষার্থীদের দমনে ছাত্রলীগই যথেষ্ট।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি মাজহারুল ইসলাম শয়ন বলেন,ছাত্রলীগ ফুঁ দিলে আন্দোলনকারীরা পাঁচ মিনিটেই উড়ে যাবে।ছাত্রলীগের সভাপতি সাদ্দাম বলেন,আন্দোলন যাবে, আন্দোলন আসবে, কিন্তু ছাত্রলীগ থাকবে এবং সবকিছু মনে রাখা হবে।
