মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে আরো আক্রমণাত্মক তদন্ত করতে অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে নির্দেশ দিয়েছেন। স্থানীয় সময় শনিবার বন্ডিকে উদ্দেশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া পোস্টে ট্রাম্প লেখেন, ‘আমরা আর দেরি করতে পারি না। এটি আমাদের সুনাম ও বিশ্বাসযোগ্যতাকে ধ্বংস করছে।’ খবর বিবিসির।
এফবিআইয়ের সাবেক পরিচালক জেমস কোমি, নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস এবং ডেমোক্র্যাটিক সিনেটর অ্যাডাম শিফের বিরুদ্ধে তদন্ত করতে বন্ডির প্রতি আহ্বান জানিয়েছেন ট্রাম্প। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কিছুই করা হচ্ছে না।’
