উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)
নীলফামারী-৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম বলেন, দেশের মানুষ বিগত দিনে বঞ্চনার শিকার হয়েছে। অন্যায়, অত্যাচার, নিপীড়ন, মিথ্যা মামলার শিকার হয়েছে। সেই দিন শেষ হয়েছে। বর্তমানে দেশের সকল মানুষের অধিকার হবে সমান। কোনো ভেদাভেদ থাকবে না। আগামীর বাংলাদেশ হবে মানবিক ও কল্যাণকর একটি রাষ্ট্র।
হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম বলেন, বিগত দিনে আমাদের নেতাকর্মীদের গোয়ালঘর, বাঁশঝাড়, জঙ্গলে ঘুমাতে হয়েছে। কনকনে শীতে খোলা আকাশের নিজে পালিয়ে থাকতে হয়েছে। অন্যায় অত্যাচারসহ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। নিপীড়ন অত্যাচার করা হয়েছে। আগামীর বাংলাদেশে এ রকম হবে না। আগামীর বাংলাদেশে কেউ ক্ষতিগ্রস্ত ও হয়রানির শিকার হবে না।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আপনার পাড়া, মহল্লা, ঘরে ঘরে গিয়ে প্রচার প্রচারণা শুরু করেন। বসে না থেকে মাঠে নেমে পড়ুন। মানুষের পাশে থাকুন। যেভাবে সাধারণ মানুষের সাড়া পাওয়া যাচ্ছে আগামী নির্বাচনে নীলফামারী-৪ আসনে জামায়াতে ইসলামীর জয়
