গাজীপুরের টঙ্গী বিসিক সাহারা মার্কেটে একটি কেমিক্যালের গুদামে অগ্নিকাণ্ডে ফায়ারকর্মীসহ পাঁচজন আহত হয়েছেন। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে ওই এলাকার ফেমাস নামক একটি কেমিক্যালের গুদামে আগুন লাগে।
এতে আগুন নেভাতে গিয়ে ফায়ার ফাইটার শামীম, নূরুল হুদা, জয়, পরিদর্শক নাদিম ও অপর একটি কেমিক্যালের দোকানদার বাবু আহত হয়েছেন।
পাশের দোকানদার আব্দুল জলিল জানান, বিকেল সাড়ে ৩টার দিকে হঠাৎ ফেমাস কেমিক্যালের গুদামে দাউ দাউ করে আগুন জ্বলে উঠে। একপর্যায়ে টঙ্গী ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি, উত্তরা ফায়ার সার্ভিসের ২টি ও কুর্মিটোলা ফায়ার সার্ভিসে ২ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় ফায়ারকর্মীসহ পাঁচ জন আহত হয়েছেন। আহতদের টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাদের অবস্থার অবনতি ঘটলে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
