
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, জুলাই বিপ্লব আমাদের জাতীয় জীবনের ঐতিহাসিক অর্জন। তাই জুলাই বিপ্লবীদের প্রতি যথাযথ সম্মান প্রদান করতেই প্রস্তাবিত জুলাই সনদের সাংবিধানিক ভিত্তি দিতে হবে।
তিনি বলেন, রাষ্ট্রের কার্যকর সংস্কারের সঙ্গে সঙ্গে জুলাই গণহত্যাকারীদের বিচার দৃশ্যমান হওয়ার পর প্রচলিত পদ্ধতির পরিবর্তে পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। জনগণ দেশে আর কোন ভোট চুরির প্রহসনের নির্বাচন মেনে নেবে না বরং এ ধরনের যেকোন ষড়যন্ত্র সম্মিলিতভাবে রুখে দেবে। তিনি পিআর পদ্ধতির নির্বাচন আদায়ে দলমত নির্বিশেষে সবাইকে রাজপথে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
তিনি সোমবার বিকেলে রাজধানীর মিরপুরের গ্র্যান্ড প্রিন্স রেস্টুরেন্টের কনভেনশন হলে কাফরুল-মিরপুর জোন জামায়াত আয়োজিত ঢাকা-১৫ সংসদীয় আসনের মহিলা রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।