কক্সবাজারের উখিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৫ অক্টোবর) ভোরে উপজেলার পালংখালী ইউনিয়নের মরাগাছতলা নামক এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার ফরিদ আলমের ছেলে মো. কায়সার(২১) ও একই এলাকার মো. আলমের ছেলে ফরিদ আলম (৪৭), ১১নং রোহিঙ্গা ক্যাম্পের মৃত নুর কবিরের ছেলে ফোরকান (২৩) এবং ১২নং রোহিঙ্গা ক্যাম্পের মরা গাছতলা এলাকার জোস মোহাম্মদের ছেলে আব্দুল কাদের (২০)।