শ্রীমঙ্গলে ১৪ ফুটের অজগর উদ্ধার

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেটি রোডের দেবনাথ সম্প্রদায়ের শ্মশানঘাটে দেখা মিলল এক বিশাল আকৃতির অজগর সাপের। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে দেবনাথ শ্মশান প্রাঙ্গণে কিছু শ্রমিক পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছিলেন। হঠাৎ তারা ঝোপঝাড়ের ভেতর নড়াচড়ার শব্দ শুনে এগিয়ে যান এবং দেখতে পান একটি বিশাল অজগর।
স্থানীয়রা বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবহিত করে। ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে সাপটির উপস্থিতি নিশ্চিত করেন।
সজল দেব জানান, অজগরটির ওজন প্রায় ২৪–২৫ কেজি এবং লম্বায় ১৪ ফুট। পরবর্তীতে অজগরটিকে সুরক্ষিতভাবে উদ্ধার করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।