২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় কমপক্ষে ২০ হাজার শিশুকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, ১৯ হাজার ৪৫০ জনের বেশি শিশুর লাশ হাসপাতালে আনা হয়েছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
বিবৃতিতে বলা হয়, ইসরাইলি বাহিনী গাজার প্রায় ৯০ শতাংশ এলাকা ধ্বংস করেছে এবং ৮০ শতাংশেরও বেশি এলাকা দখল করেছে। আর এসব হামলা চালাতে দখলদার বাহিনী আনুমানিক দুই লাখ টন বিস্ফোরক ব্যবহার করেছে।
এতে আরো বলা হয়, দুই বছর আগে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কমপক্ষে এক হাজার ৬৭০ জন চিকিৎসা কর্মী, ১৪০ জন বেসামরিক প্রতিরক্ষা সদস্য এবং ২৫৫ জন সাংবাদিক নিহত হয়েছেন।