ঢাকা, ২৭ সেপ্টেম্বর ২০২৫ :
ডিপ্লোমা প্রকৌশলীদের বৃহত্তম সংগঠন ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি)-এর বার্ষিক কাউন্সিল অধিবেশন আজ অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর কাকরাইলস্থ আইডিইবি ভবনের মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে।

১৯৯৭ সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত মানোন্নয়ন, দেশপ্রেমিক ও নৈতিকতাসম্পন্ন দক্ষ প্রকৌশলী তৈরি এবং দেশের প্রকৌশল খাতে প্রশিক্ষিত জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
আজকের অধিবেশনে সংগঠনের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডা. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া দেশের বিভিন্ন জেলা থেকে আগত কাউন্সিলর ও প্রকৌশলীগণ অংশ নেবেন।
এ উপলক্ষে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার মো: আব্দুছ ছাত্তার শাহ এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জয়নুল আবেদীন সকল কাউন্সিলর ও প্রকৌশলীদের অধিবেশনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।