সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ অর্থ দেশের ব্যাংকগুলোতে জমা রয়েছে। অলস আমানত থেকে প্রতিষ্ঠানগুলো বিপুল পরিমাণ সুদ আয় করছে। প্রতিষ্ঠানগুলো বছর শেষে বড় অঙ্কের মুনাফা দেখছে। তবে অর্থ সংকটে থাকলেও সরকার এসব প্রতিষ্ঠানের ‘অলস’ আমানতের টাকা কাজে লাগাতে পারছে না। বরং সরকার উচ্চ সুদে ব্যাংক থেকে ঋণ নিয়ে সংকট মোকাবিলা করছে। এতে সরকারের ঋণের বিপরীতে সুদ ব্যয় দিন দিন বাড়ছে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জুন শেষে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর ব্যাংকে রাখা আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ৮৫ হাজার ৯০২ কোটি টাকা। গত বছরের শেষে এ পরিমাণ ছিল ২ লাখ ৬৪ হাজার ৩০৪ কোটি টাকা। ফলে চলতি বছরের প্রথম ছয় মাসে আমানত বেড়েছে ২১ হাজার ৫৯৮ কোটি টাকা।
খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় ব্যাংক ধারাবাহিকভাবে নীতি সুদহার বাড়িয়েছে। এর ফলে ব্যাংকগুলোর সুদহারও বেড়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো বেশি লাভের আশায় ব্যাংকে আমানত রাখছে।