সারা দেশ থেকে সহজে কাশী বিশ্বনাথ মন্দিরে যাওয়ার জন্য সম্প্রতি বারাণসীতে একটি চার লেনের রাস্তা প্রশস্তকরণ ও সৌন্দর্যবর্ধনের প্রকল্প হাতে নেয় ভারতের উত্তরপ্রদেশ সরকার। নতুন ওই রাস্তা সম্প্রসারণের জন্য বারাণসীর গোলঘরে কাছারি এলাকায় অবস্থিত ভারতের কিংবদন্তি হকি তারকা মুহাম্মদ শাহিদের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে যোগীর প্রশাসন। ১৯৮০ সালে মস্কো অলিম্পিকে ভারতকে সোনা এনে দেওয়া এই হকি তারকার পরিবারের মাথার ওপর থেকে রাতারাতি ছাদ চলে যাওয়ায় উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে সমালোচনার ঝড় বইছে।
জানা গেছে, রাস্তা প্রশস্ত করার জন্য ৬০০টির বেশি বাড়ি ভাঙার নোটিস জারি করে রাজ্য প্রশাসন, যার মধ্যে ওই বাড়িও ছিল। ওই বাড়ির বাসিন্দারা জানান, বাড়ি না ভাঙার জন্য কোর্টের স্টে অর্ডার তাদের কাছে রয়েছে। কিন্তু স্থানীয় প্রশাসন তাদের সে আরজি কানে তোলেনি। উল্টো বাড়িটি বুলডোজার দিয়ে মাটিতে মিশিয়ে দেওয়া হলো।