বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কর্তৃপক্ষের একপাক্ষিক ও বৈষম্যমূলক আচরণের শিকার হচ্ছেন বলে দাবি করেছেন।
এ অভিযোগে তিনি সোমবার (২৫ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
বাংলাদেশ খেলাফত মজলিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে মাওলানা মামুনুল হক বলেন, তার ব্যক্তিগত ফেসবুক আইডি এবং অফিসিয়াল পেজ একাধিকবার রিমুভ বা সাসপেন্ড করা হচ্ছে।
এছাড়া তার নাম, বক্তব্য ও ছবি প্রকাশের সঙ্গে সঙ্গে দলীয় পেজ, গণমাধ্যম এবং ব্যক্তিগত অ্যাকাউন্টগুলো অযৌক্তিকভাবে রেস্ট্রিকশনের শিকার হচ্ছে।
জিডিতে তিনি উল্লেখ করেছেন, ‘গত কয়েক মাস ধরে ফেসবুকে আমার নাম, বক্তব্য ও ছবি অন্যায়ভাবে রেস্ট্রিকশন ও ব্লক করা হচ্ছে। ফলে আমার ব্যক্তিগত ফেসবুক আইডি https://www.facebook.com/mawlanamamunulhaqueofficial এবং অফিসিয়াল পেজ https://www.facebook.com/MaulanaMamunulHaque একাধিকবার বন্ধ হয়ে গেছে। এতে আমি সামাজিক, পেশাগত ও রাজনৈতিকভাবে মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছি।’
তিনি আরও বলেন, ‘একটি নিবন্ধিত রাজনৈতিক দলের প্রধান হওয়া সত্ত্বেও পরিকল্পিতভাবে আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অবরুদ্ধ করা হচ্ছে, যা গণতান্ত্রিক রাজনীতিকে স্তব্ধ করার স্পষ্ট চেষ্টা।
আমি আইন মেনে ফেসবুকের ‘অন্যায্য’ আচরণের বিরুদ্ধে থানায় জিডি করেছি এবং আশা রাখি মেটা কর্তৃপক্ষ বিষয়টি পুনর্বিবেচনা করে সুবিচারমূলক সিদ্ধান্ত নেবে।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কোনো রাজনৈতিক নেতাকে টার্গেট করে বাধাগ্রস্ত করা মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকারের ওপর ভয়ংকর আঘাত
