দৈনিক আমার দেশ অনলাইনে সংবাদ প্রকাশের পর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৪ নং সিন্দুরখান ইউনিয়নের লাংলিয়া ছড়া এলাকায় অবৈধ বালু উত্তলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে যৌথ টাস্কফোর্স।
এরআগে শনিবার ‘ছড়ার বুক চিরে লুটপাট, ঝুঁকিতে সেতু ও পরিবেশ’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। রোববার সকালে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের লাংলিয়াছড়া ও উদনাছড়া এলাকার বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তর, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় কর্তৃপক্ষের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে প্রায় ৪০০ ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়।
টাস্কফোর্স সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে লাংলিয়াছড়া ও উদনাছড়া এলাকায় কিছু প্রভাবশালী ব্যক্তি ও চক্র গোপনে বালু উত্তোলন করে নদী ও পরিবেশের ক্ষতি করে আসছিল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে প্রশাসন এ অভিযান চালায়।