সোমবার , ৬ অক্টোবর ২০২৫ | ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করতে হবে—মাওলানা আবদুল হালিম

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৬, ২০২৫ ৫:২৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবদুল হালিম বলেছেন, ৪ কোটি তরুণ ভোটারসহ বাংলাদেশের নাগরিকগণ দীর্ঘদিন থেকে ভোটাধিকার প্রয়োগ হতে বঞ্চিত। তরুণরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভারতীয় আধিপত্যবাদ ও ফ্যাসিস্ট বিরোধীদের বিজয়ী করতে মানুষ বদ্ধপরিকর। দেশের জনগণ চাঁদাবাজমুক্ত, দুর্নীতিমুক্ত, সামাজিক ন্যায়বিচার, ইনসাফভিত্তিক বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে ঐক্যবদ্ধ।

তিনি আরও বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করতে হবে। দেশের মানুষ মানবিক ও নতুন বাংলাদেশ গঠনে আমীরে জামায়াত ডা শফিকুর রহমানের নেতৃত্বে দেশ পরিচালনার দায়িত্ব দিতে প্রস্তুত। সে লক্ষ্যে জামায়াতে ইসলামীর সকল নেতাকর্মীকে নির্বাচনী কার্যক্রম জোরদার করতে হবে।

দিনাজপুর-৬ (বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট) আসনের পরিচালক, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হকের সভাপতিত্বে বিরামপুর আদর্শ হাইস্কুল হল রুমে অনুষ্ঠিত ৫ অক্টোবর (রোববার) সকাল ৯টা থেকে দিনব্যাপী নির্বাচনী দায়িত্বশীল কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

আসনের সদস্য সচিব আলমগীর হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর জেলা আমীর অধ্যক্ষ আনিসুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, সাবেক জেলা আমীর ও দিনাজপুর-৬ আসনের এমপি প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলাম।

নির্বাচনী কর্মশালায় জেলা কর্মপরিষদ সদস্য, জেলা ইউনিট সদস্য, উপজেলা আমীর ও সেক্রেটারি, পৌরসভা, ইউনিয়ন আমীর, সভাপতি, সেক্রেটারি, ইসলামী ছাত্রশিবিরের দক্ষিণ জেলা নেতৃবৃন্দ, মহিলা বিভাগের দায়িত্বশীলাগণ, শ্রমিক বিভাগ, যুব বিভাগ, উলামা বিভাগ ও পেশাজীবী বিভাগের দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।

একই দিন বিকালে দিনাজপুর-৫ (পার্বতীপুর ও ফুলবাড়ি) আসনের নির্বাচনী দায়িত্বশীলদের কর্মশালা ফুলবাড়ি উপজেলার জিএম পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। আসন পরিচালক সাইদুল ইসলাম সৈকতের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, জেলা আমীর অধ্যক্ষ আনিসুর রহমান, সাবেক জেলা আমীর আনোয়ারুল ইসলাম, জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক ও আসনের সদস্য সচিব হাফেজ মুজাহিদুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশে আর কাউকে ভয় দেখিয়ে চুপ করানো যাবে না: তাসনিম জারা

দেশে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে কর্মসূচি ঘোষণা উপলক্ষে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন

ভুল চিকিৎসার শিকার হয়েছিলেন কুষ্টিয়ার প্রবীণ জামায়াত নেতা

নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তাসহ নিহত ৪

সাভারে স্ত্রীর কিডনিতে প্রাণ বাচলো স্বামীর,বেচে ফেরার পরে স্বামী জড়ালেন পরকীয়ায়

চুপিসারে বাগদান সেরে সৌদি উড়াল দিলেন এনসিপি নেতা হান্নান মাসউদ।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন আজ

চুন্নুকে দল থেকে বাদ নতুন মহাসচিব পেলো জাতীয় পার্টি

যাত্রাবাড়ীতে নির্যাতন ও প্ররোচনায় গৃহবধূর আত্মহত্যা

আমীরে জামায়াতের সঙ্গে শিল্প মালিক প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ