ভুল চিকিৎসার শিকার হয়েছিলেন কুষ্টিয়ার প্রবীণ জামায়াত নেতা শাহজাহান আলী মোল্লা। প্রোস্টেট জটিলতায় তিনি বহুদিন ধরে ভুগছিলেন। অবশেষে ৫ মাস আগে কুষ্টিয়ার রয়াল ক্লিনিকে ডাঃ আরাফুজ্জামান লিপটন তাকে অপারেশন করেন এবং গত ৫ মাস ধরেই রোগীকে ভুল ঔষুধ প্রয়োগ করা হয়েছে। ফলে তিনি সুস্থ হবার বদলে ধীরে ধীরে শয্যাগত হয়ে পড়েন। গত সপ্তাহে তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পুনঃপরীক্ষার পর দেখা যায় আগেকার সমস্ত চিকিৎসাই ছিলো ভুল। গত পরশু ইউনাইটেড হাসপাতালে তাকে পুনরায় অস্ত্রোপচার করা হয় এবং বর্তমানে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে।
ইতোমধ্যে কুষ্টিয়ার কতিপয় মহামান্য চিকিৎসকের চিকিৎসা বিদ্যার সার্টিফিকেটের উপরে এ্যানাটমি শুরু করে সেখানে ব্যাপক গোঁজামিলের সন্ধ্যান পেয়েছি। আরও কিছু কাজ এখনও বাঁকি রয়েছে। ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকগুলোর ছিনালিপনায় পেয়েছি পাহাড় সমান গলদ।
