কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়েছেন। তার পিঠে একাধিক গুলি লেগেছে বলে জানা গেছে।
রোববার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরতলীর লিংক রোড এলাকার মুহুরী পাড়া বিসিক এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
ঘটনার পর বিক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের লিংক রোড অংশে সড়ক অবরোধ করেন। এতে সড়কের দু’পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।
লিয়াকত আলীর ছোট ভাই কিতাব আলী জানান, আওয়ামী লীগ সমর্থিত কুদরত উল্লাহ ও শাহাব উদ্দিনের নেতৃত্বে সশস্ত্র হামলা চালানো হয়। এ সময় লিয়াকত আলীকে লক্ষ্য করে গুলি ছোড়া হলে তার পিঠে একাধিক গুলি লাগে।