যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে একটি গির্জায় ভয়াবহ বন্দুক হামলা ও অগ্নিকাণ্ডে কমপক্ষে পাঁচজন নিহত এবং আটজন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার সকালে গ্র্যান্ড ব্ল্যাংক টাউনশিপে ‘চার্চ অব জিসাস ক্রাইস্ট অব ল্যাটার-ডে সেইন্টসে’ ধর্মীয় অনুষ্ঠান চলাকালে এ হামলা চালানো হয়। খবর সিএনএনের।
কর্তৃপক্ষ জানায়, হামলাকারী গাড়ি চালিয়ে গির্জার সামনের অংশ ভেঙে ভিতরে ঢোকে। এরপর গির্জার প্রার্থনাকারীদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায় হামলাকারী। পরে ভবনটিতে আগুন ধরিয়ে দেন। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং ঘন ধোঁয়ায় গোটা এলাকা আচ্ছন্ন হয়ে যায়।
পরে পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে হামলাকারী নিহত হয়। ৪০ বছর বয়সী হামলাকারীর নাম থমাস জেকব স্যানফোর্ড। তিনি মিশিগানের বার্টন শহরের বাসিন্দা।
তবে হামলার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার তদন্ত করছে এফবিআই।
তদন্ত কর্মকর্তারা জানাচ্ছেন, ঘটনাস্থলে সন্দেহজনক কিছু বিস্ফোরকও উদ্ধার করা হয়েছে, তবে সেগুলো দিয়ে আগুন লাগানো হয়েছিল কি না তা এখনো নিশ্চিত নয়।