গার্ডিয়ান বাংলা প্রতিনিধি: হাদিসুর রহমান

ঢাকা, বাংলা বাজার: বইপ্রেমীদের জন্য সুখবর! বাংলা বাজারের খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠান সৃজনী প্রকাশনী এবার পাঠকদের জন্য নিয়ে এসেছে উপন্যাস, প্রবন্ধ, গল্প, মোটিভেশনাল লেখা ও সমসাময়িক প্রেক্ষাপটভিত্তিক এক ব্যতিক্রমধর্মী বইয়ের সমাহার।
বিশেষ করে সদ্য প্রকাশিত “রক্তাক্ত জুলাই ২০২৪” “গুমের জননী: মাহমুদুর রহমান আমার দেশ”এবং এই লেখকের আরো একটি বই “দুর্নিনীতি মুক্ত দেশ”এই বইগুলো ইতিমধ্যে পাঠকমহলে আগ্রহের সৃষ্টি করেছে, যেখানে দেশের সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটকে সাহসিকতার সঙ্গে তুলে ধরা হয়েছে।
এছাড়াও, ছোটদের জন্য মননশীল গল্পের বই, রঙিন চিত্রসহ শিক্ষামূলক গ্রন্থ এবং নৈতিক শিক্ষায় ভরপুর কিছু চমৎকার শিশুতোষ বই প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
সৃজনী প্রকাশনী পরিচালক মোঃ মশিউর রহমান গার্ডিয়ান বাংলাকে বলেন, পাঠকের চাহিদা ও সময়ের প্রয়োজনকে গুরুত্ব দিয়েই এবারের বইগুলোর পরিকল্পনা ও প্রকাশনা হয়েছে। বাংলা সাহিত্যের পাঠক, ছোটদের পাঠ এবং জ্ঞানপিপাসু সকল বয়সী পাঠকদের জন্য এটি নিঃসন্দেহে একটি সুখবর।