যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব রওনক জাহান মহোদয়ের নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখা(ডিবি), যশোরের অফিসার ইনচার্জ মোঃ মঞ্জুরুল হক ভূঞা এর নেতৃত্বে এসআই(নিঃ)/ শেখ আবু হাসান, এএসআই(নিঃ)/ সৈয়দ শাহিন ফরহাদ, এএসআই(নিঃ)/ মোঃ নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ যশোর জেলার কোতয়ালী মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে ইং ০৬/০৮/২০২৫ খ্রিঃ তারিখ ১৯.৩৫ ঘটিকায় মুড়ুলী সাকিনস্থ এ্যাডভোকেট তহিদুর রহমান এর মালিকানাধীণ দোতলা মার্কেটের দক্ষিনপাশে পিচের রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ হাফিজ বেপারী(৩২), ২। মোঃ ফোরকান শিকদার(২২), ৩। মোঃ সোহেল ঘরামী(২৩), ৪। সুশান্ত রায় (৩৫) দেরকে একটি নীল-হলুদ রংয়ের চোরাই মিনি ট্রাক বিক্রয়ের চেষ্টাকালে গ্রেফতার করেন। আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাহারা স্বীকার করে যে পলাতক আসামী মোঃ মাসুদ এর নেতৃত্বে ১- ৩নং আসামীরা উক্ত মিনি ট্রাক টি গত ০৩/০৮/২০২৫খ্রিঃ তারিখ রাত্র ০১.০০ ঘটিকায় বরিশাল জেলার গৌরনদী থানার মেদাকুল গ্রামের জনৈক বলরাম পোর্দ্দারের বাড়ি হতে চুরি করে ০৪ নং আসামীর মাধ্যমে অন্যত্র বিক্রয় করার উদ্দেশ্যে বর্ণিত ঘটনাস্থলে অবস্থান করছিল।
ধৃত আসামীদের স্বীকারোক্তি মোতাবেক আসামীদের হেফাজতে থাকা নীল-হলুদ রংয়ের মিনি ট্রাক টি চোরাই মর্মে প্রতীয়মাণ হওয়ায় এসআই (নিঃ)/ শেখ আবু হাসান ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ০৬/০৮/২০২৫খ্রিঃ তারিখ ১৯.৫০ ঘটিকার সময় মিনি ট্রাকটি বিধি মোতাবেক জব্দ করে।
এ সংক্রান্তে এএসআই(নিঃ)/সৈয়দ শাহীন ফরহাদ বাদী হয়ে ধৃত আসামী সহ ঘটনার সাথে জড়িত পলাতক আসামীদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করে।
গ্রেফতারকৃত আসামীরা পেশাদার এবং সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য । আসামী সুশান্ত রায় এর বিরুদ্ধে ইতিপূর্বে ০১টি চুরি মামলা সহ ০২টি মামলা আছে এবং আসামী ফোরকান শিকদার এর বিরুদ্ধে ও ০১টি চুরি মামলা সহ ০২টি মামলা আছে।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীর নাম-ঠিকানাঃ
১। মোঃ হাফিজ বেপারী(৩২)
পিতাঃ- ফারুক বেপারী
মাতাঃ- হালানী বেগম
সাংঃ- উত্তর ভাউতলী
থানাঃ- ডাসার
জেলাঃ- মাদারীপুর।
২। মোঃ ফোরকান শিকদার(২২)
পিতাঃ- সিরাজ শিকদার
মাতাঃ- শাহেদা বেগম
সাংঃ- পশ্চিম বনগ্রাম
থানাঃ- ডাসার
জেলাঃ- মাদারীপুর।
৩। মোঃ সোহেল ঘরামী(২৩)
পিতাঃ- হালিম ঘরামী
মাতাঃ- বিলকিস বেগম
সাংঃ- পশ্চিম পুবালী
থানাঃ- ডাসার
জেলাঃ- মাদারীপুর।
৪। সুশান্ত রায়(৩৫)
পিতা-মৃত কার্তিক চন্দ্র রায়
মাতা-মৃনালিনী
সাং-শশিকর (১নং ওয়ার্ড) থানাঃ- ডাসার
জেলাঃ- মাদারীপুর।
উদ্ধারঃ একটি নীল ও হলুদ রংয়ের মিনিট্রাক, যাহার চেচিস নম্বর- N1801073, ইঞ্চিন নম্বর- 1N4000028,
