‘সেবার ব্রতে চাকরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে জনাব মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, টাঙ্গাইল মহোদয়ের সভাপতিত্বে টাঙ্গাইল জেলার পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা জুন-২০২৫ এর অংশ গ্রহণকারী প্রার্থীদের ৩য় ও শেষ দিনের ইভেন্ট ১৬০০ মিটার দৌড়, ড্র্যাগিং, রোপ ক্লাইমিং পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রাথমিকভাবে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের মুখাবয়ব শনাক্তকরণ (Face Detection) প্রক্রিয়ার মাধ্যমে তথ্য সংগ্রহ করে ডাটাবেসে সংরক্ষণ করা হয়।
পরবর্তীতে জেলা পুলিশ, টাঙ্গাইল এর আয়োজনে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষায় Physical Endurance Test-এ যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষার ফি প্রদান এবং অনলাইন হতে প্রবেশপত্র সংগ্রহ নির্দেশিকা সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশ সুপার মহোদয়, প্রাথমিক ভাবে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের কোন প্রকার আর্থিক লেনদেন এবং দালাল চক্রের সাথে যোগাযোগ থেকে বিরত থাকার জন্য অনুরোধ এবং লিখিত পরীক্ষার প্রস্ততিতে প্রবেশপত্র সংগ্রহ করার বিষয়ে দিক-নিদের্শনা প্রদান করেন।
এ সময় নিয়োগ বোর্ডের সদস্য সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও অন্যান্য অফিসারগণ সহ নিয়োগ কার্যক্রমে নিয়োজিত সকল পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
