বৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর ২০২৫ | ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

পল্লী বিদ্যুতের কর্মীরা কাজে না ফিরলে বিকল্প ব্যবস্থা: উপদেষ্টা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১১, ২০২৫ ৩:১৫ অপরাহ্ণ

বিভিন্ন দাবিতে গণছুটির ঘোষণা দেওয়া পল্লী বিদ্যুৎ সমিতির আন্দোলনরত কর্মীদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেছেন, পল্লী বিদ্যুৎ রান করার জন্য বিকল্প ব্যবস্থা আছে। হাজার লোক আসছে কাজ করতে। আমরা পুরোনোদের নিয়ে কাজ করতে চাই। কেউ নাশকতার চেষ্টা করলে ব্যবস্থা তাদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে পল্লী বিদ্যুৎ সমিতির নিয়ে এক সভা শেষে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, পল্লী বিদ্যুৎ সমিতির কিছু দাবি আছে যৌক্তিক। সামনে নির্বাচন সবাই নির্বাচন চায় তা না, যারা চায় না তারাও এই আন্দোলনে থাকতে পারেন। এমন তথ্য গোয়েন্দা সংস্থারা দিয়েছে। আমরা তা মনে করতে চাই না। হয়তো ভুল-বোঝাবুঝির কারণে তারা কাজের বাইরে আছেন, যদি ফিরে না আসেন তাহলে ধরে নেবো এতে কারো ইন্ধন আছে।

উপদেষ্টা বলেন, কিছু কর্মকর্তা-কর্মচারী তথাকথিত গণছুটিতে গেছে। আন্দোলন শুরু করলে কিছু কর্মকর্তাকে বদলি করা হয় এবং কিছুদের বিরুদ্ধে মামলাও করা হয়। এরপরে মে মাসে আন্দোলনে নামে। আমরা দুইটা কমিটি করে দেই। কমিটি বলছে ৩০২৯ বদলি করা হয়। এদের মধ্যে কিছু রুটিন বদলি করা হয়। সরকারের পক্ষ থেকে পুনর্বিবেচনা করার কথা বলা হয়। এরপর ৩০২৯ জনের মধ্য থেকে ৮০৩ জন আগে স্থানে বহাল রাখার ব্যবস্থা করা হয়।

তিনি বলেন, তাদের আরেকটা দাবি ছিল তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। পল্লী বিদ্যুৎ সমিতির ৩৬৪টি বিভাগীয় মামলা করা হয়। এখানে কর্মী বেশি তাই সংখ্যা বেশি। আরইবিতে মামলা হয় ৬৪ জন। আন্দোলনকারীদের দাবি সঠিক নয়। আরইবির কেনাকাটায় দুর্নীতি দেখার দাবি ছিল। আমরা একটা কমিটি করে দিয়েছি। সাত সদস্যের কমিটি বিষয়টি খতিয়ে দেখবে।

ফাওজুল কবির বলেন, গণছুটি কর্মসূচি ঘোষণার পর একটি নোটিশ দেওয়া হয়। এরপর অনেকেই কাজে ফিরেছেন। অনেকেই ফিরতে চান কিন্তু কেউ কেউ বাধা দিচ্ছেন। তাদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে। তিনটা জিডি করা হয়েছে। গণছুটির ফলেও বিদ্যুৎ সরবরাহে কোনো সমস্যা হয়নি। আন্দোলনরতদের সব দাবি আমরা দেখছি। ছুটিতে থেকে কাজ ব্যাহত করলে তো তাদের দেখা যাবে না। সরকার এ বিষয়ে সহনশীলতা দেখাচ্ছে।

তাদের সাথে কোনো মিটিং করবেন কি না জানতে চাইলে উপদেষ্টা বলেন, যে ছুটিতে তার সঙ্গে কিসের মিটিং ছুটি থেকে ফিরে আসুক তারপর মিটিং। শৃঙ্খলায় আসতে হবে তাদের। তারা কাজে যোগ না দিলে যে বিকল্প ব্যবস্থা সেটা নেবো। তারা বৃহত্তর বিদ্যুৎ পরিবারের অংশ তাই আমরা তাদের সুযোগ দিতে চাই। দ্রুততম সময়ের মধ্যে কাজে যোগ দিক।

পল্লী বিদ্যুতের কর্মীরা কাজে না ফিরলে বিকল্প ব্যবস্থা: উপদেষ্টা

বিভিন্ন দাবিতে গণছুটির ঘোষণা দেওয়া পল্লী বিদ্যুৎ সমিতির আন্দোলনরত কর্মীদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেছেন, পল্লী বিদ্যুৎ রান করার জন্য বিকল্প ব্যবস্থা আছে। হাজার লোক আসছে কাজ করতে। আমরা পুরোনোদের নিয়ে কাজ করতে চাই। কেউ নাশকতার চেষ্টা করলে ব্যবস্থা তাদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে পল্লী বিদ্যুৎ সমিতির নিয়ে এক সভা শেষে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, পল্লী বিদ্যুৎ সমিতির কিছু দাবি আছে যৌক্তিক। সামনে নির্বাচন সবাই নির্বাচন চায় তা না, যারা চায় না তারাও এই আন্দোলনে থাকতে পারেন। এমন তথ্য গোয়েন্দা সংস্থারা দিয়েছে। আমরা তা মনে করতে চাই না। হয়তো ভুল-বোঝাবুঝির কারণে তারা কাজের বাইরে আছেন, যদি ফিরে না আসেন তাহলে ধরে নেবো এতে কারো ইন্ধন আছে।

উপদেষ্টা বলেন, কিছু কর্মকর্তা-কর্মচারী তথাকথিত গণছুটিতে গেছে। আন্দোলন শুরু করলে কিছু কর্মকর্তাকে বদলি করা হয় এবং কিছুদের বিরুদ্ধে মামলাও করা হয়। এরপরে মে মাসে আন্দোলনে নামে। আমরা দুইটা কমিটি করে দেই। কমিটি বলছে ৩০২৯ বদলি করা হয়। এদের মধ্যে কিছু রুটিন বদলি করা হয়। সরকারের পক্ষ থেকে পুনর্বিবেচনা করার কথা বলা হয়। এরপর ৩০২৯ জনের মধ্য থেকে ৮০৩ জন আগে স্থানে বহাল রাখার ব্যবস্থা করা হয়।

তিনি বলেন, তাদের আরেকটা দাবি ছিল তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। পল্লী বিদ্যুৎ সমিতির ৩৬৪টি বিভাগীয় মামলা করা হয়। এখানে কর্মী বেশি তাই সংখ্যা বেশি। আরইবিতে মামলা হয় ৬৪ জন। আন্দোলনকারীদের দাবি সঠিক নয়। আরইবির কেনাকাটায় দুর্নীতি দেখার দাবি ছিল। আমরা একটা কমিটি করে দিয়েছি। সাত সদস্যের কমিটি বিষয়টি খতিয়ে দেখবে।

ফাওজুল কবির বলেন, গণছুটি কর্মসূচি ঘোষণার পর একটি নোটিশ দেওয়া হয়। এরপর অনেকেই কাজে ফিরেছেন। অনেকেই ফিরতে চান কিন্তু কেউ কেউ বাধা দিচ্ছেন। তাদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে। তিনটা জিডি করা হয়েছে। গণছুটির ফলেও বিদ্যুৎ সরবরাহে কোনো সমস্যা হয়নি। আন্দোলনরতদের সব দাবি আমরা দেখছি। ছুটিতে থেকে কাজ ব্যাহত করলে তো তাদের দেখা যাবে না। সরকার এ বিষয়ে সহনশীলতা দেখাচ্ছে।

তাদের সাথে কোনো মিটিং করবেন কি না জানতে চাইলে উপদেষ্টা বলেন, যে ছুটিতে তার সঙ্গে কিসের মিটিং ছুটি থেকে ফিরে আসুক তারপর মিটিং। শৃঙ্খলায় আসতে হবে তাদের। তারা কাজে যোগ না দিলে যে বিকল্প ব্যবস্থা সেটা নেবো। তারা বৃহত্তর বিদ্যুৎ পরিবারের অংশ তাই আমরা তাদের সুযোগ দিতে চাই। দ্রুততম সময়ের মধ্যে কাজে যোগ দিক।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

১৭ বছর ধরে বঞ্চনার শিকার গোলাপগঞ্জ-বিয়ানীবাজার

কুষ্টিয়ায় সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভায় কাদের গনি চৌধুরী

যাত্রাবাড়ীতে ৪ আগস্ট পুলিশের সঙ্গে আওয়ামীরাও সশস্ত্র হামলা চালায়

চুপিসারে বাগদান সেরে সৌদি উড়াল দিলেন এনসিপি নেতা হান্নান মাসউদ।

রিজিক আল্লাহর পক্ষ থেকে আসে হতাশ না হয়ে সবর করতে হবে

নিউইয়র্কে পর্যটক বাহী বাস দূর্ঘটনার শিকার নিহত ৫

স্কুল কর্তৃপক্ষ ছাড়া পরিবারগুলোর পাশে আর কেউ নেই

কুমিল্লা নগরীতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থী ও তার মায়ে মরদেহ উদ্ধার

সিরিয়ার আকাশপথে বিমান চলাচলে ৩৭% বৃদ্ধি

শেখ হাসিনার মতোই ইবি প্রশাসন অথর্ব হয়ে পড়েছে: ইবি ছাত্রদল আহ্বায়ক