স্টাফ রিপোর্টার হাদিসুর রহমান
প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ঢাকেবি) ভর্তি পরীক্ষা। শনিবার (২৩ আগস্ট) বিজ্ঞান ও ব্যবসায় অনুষদের পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
উত্তরপত্র মূল্যায়নের দায়িত্ব নিয়েছে বুয়েটের টেকনিক্যাল টিম। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, আগামী তিন দিনের মধ্যেই অনলাইনে ফল প্রকাশ করা হবে।
পরীক্ষায় হাজার হাজার শিক্ষার্থী অংশ নেয়। প্রতি আসনের জন্য অনেক শিক্ষার্থী প্রতিযোগিতা করছে। পরীক্ষায় শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় থাকায় শিক্ষার্থীরা স্বস্তি ও আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষা দিতে পেরেছে।
ইউজিসি চেয়ারম্যান আশা প্রকাশ করেছেন, ঢাকেবি ভবিষ্যতে একটি মডেল বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে উঠবে।
