মো: ইসতিয়াক আহম্মদ আসিফ, গোবিপ্রবি প্রতিনিধি:
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) যথাযথ মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন সহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত মুসল্লিরা নবী করীম (সা.)-এর আদর্শ, ত্যাগ ও মানবতার কল্যাণে তাঁর অনন্য অবদানের কথা স্মরণ করেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. মোরাদ হোসেন বলেন, “মহানবী হযরত মুহাম্মদ (সা.) সমগ্র মানবজাতির জন্য এক পরিপূর্ণ আদর্শ। তাঁর জীবন থেকে শিক্ষা গ্রহণ করলেই ব্যক্তি ও সমাজ জীবন আলোকিত হবে।”
শিক্ষার্থীরা বলেন, “আজকের এ মাহফিল আমাদেরকে মহানবী (সা.)-এর জীবনাদর্শ আরও ঘনিষ্ঠভাবে অনুধাবন করতে সহায়তা করেছে। বিশ্ববিদ্যালয়ে এ ধরনের আয়োজন নিয়মিত হলে তরুণ প্রজন্মের মধ্যে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় হবে।”
প্রায় দুই শতাধিক শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে অনুষ্ঠিত এ দোয়া মাহফিল পরিচালনা করেন, বিশ্ববিদ্যালয়ের মোয়াজ্জিন মোহাম্মদ আব্দুর রহিম। তিনি দেশ, জাতি, বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি, শিক্ষার্থীদের মঙ্গল, মুসলিম উম্মাহর ঐক্য ও বিশ্বশান্তির জন্য বিশেষ মোনাজাত করেন।
