জেলা প্রতিনিধি, মাদারীপুর
মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান বলেছেন, ‘শেখ হাসিনা বিশ্বাসঘাতক, বেইমান, ভণ্ড, প্রতারক। সে জাতির সাথে বেইমানি করেছে, দলের সাথেও বেইমানি করেছে। যারা নৌকায় ভোট দিতেন সেই নৌকা কিন্তু এখন আর নাই, নৌকা রয়ে গেছে মাঝি নাই, নৌকা ডুবাই দিয়া মাঝি পালাইছে। আমরা সকলকে অনুরোধ করব আসুন আমরা সবাই মিলে একটি নতুন বাংলাদেশ গড়ি। আমাদের মার্কা যদি থাকে ধানের শীষ তাহলে আমরা বেইমান হবো না।’
