শৈলকুপা প্রতিনিধি এস এম সালমান
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বহুল আলোচিত ও সন্ত্রাস অধ্যুষিত সারুটিয়া ইউনিয়নের ভুলুন্দিয়া গ্রামে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও বিস্ফোরকসহ এক যুবককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
গতকাল গভীর রাতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল এলাকাটিতে অভিযান পরিচালনা করে। এ সময় রফিকুল ইসলাম আরজুর ছেলে অর্ক ইসলাম উৎসকে আটক করা হয়। পরবর্তীতে তার বাড়িঘর তল্লাশি চালিয়ে একটি ওয়ান শুটার গান, গুলি, কার্তুজ ও ককটেলসহ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়।
উল্লেখ্য, কীর্তিনগর-ভুলুন্দিয়া অঞ্চল দীর্ঘদিন ধরেই অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত। এই অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছে স্থানীয়রা।
যৌথবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
