রিয়াদুন্নবী রিয়াদ, গঙ্গাচড়া (রংপুর)
রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুরে তিস্তা নদীর দ্বিতীয় সংযোগ সেতুর পশ্চিম পাশের সেতু রক্ষা বাঁধ ভয়াবহ ভাঙনে পরিণত হয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, আগের ব্লক ধসের সময় যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিত, তবে আজকের এ বিপর্যয়জনক পরিস্থিতি তৈরি হতো না।
গত ১১ আগস্ট সরেজমিন প্রতিবেদনে জানানো হয়েছিল, বাঁধের প্রায় ৬০ মিটার অংশের ব্লক ধসে ৭০ ফুট গভীর গর্ত সৃষ্টি হয়েছিল। কোনো পদক্ষেপ না নেওয়ায় ধস দ্রুত ভয়াবহ ভাঙনে রূপ নিয়েছে। আজ ১৭ আগস্ট দেখা গেছে, তীব্র স্রোতে একের পর এক ব্লক নদীগর্ভে পড়ে যাচ্ছে। এতে রংপুর–লালমনিরহাট আঞ্চলিক সড়ক ও তিন গ্রামের প্রায় ১,২০০ পরিবার সরাসরি ভাঙনের হুমকিতে পড়েছে।
লক্ষীটারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বলেন, আমরা আগেই কর্তৃপক্ষকে জানিয়েছিলাম। কিন্তু তারা কোনো ব্যবস্থা নেনি। তাই আজ বাঁধ ভাঙনে পৌঁছেছে। দ্রুত সংস্কার কাজ শুরু না হলে সেতু ও সড়ক দুটোই বিপন্ন হবে।
