জুলাই আন্দোলন দমনে ঢাকার আকাশে চক্কর দেওয়া র্যাবের হেলিকপ্টারগুলোর বিস্তারিত তথ্য উদ্ধার করা হয়েছে। কল রেকর্ডের সূত্র ধরে উদ্ধার করা হয়েছে হেলিকপ্টারগুলোর লগ বই। এতে হেলিকপ্টার থেকে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর কোন ধরনের লেথাল ইউপেন ব্যবহার করা হয়েছে, তার তালিকা পাওয়া গেছে। এমনকি সে হেলিকপ্টার থেকে র্যাবের কারা আন্দোলনকারীদের ওপর অস্ত্র-গ্রেনেড ছুড়েছিল পাওয়া গেছে তাদের নাম-পদবিও।
গতকাল রোববার শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে মানবতারিরোধী অপরাধের মামলায় ৫৪তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। জবানবন্দিতে তিনি এসব তথ্য জানান।