উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)
কক্সবাজারের উখিয়ার দৌছড়ি ইউনিয়নের রফিকেটঘোনা সংরক্ষিত বনাঞ্চলে বন্যহাতি হত্যা প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়েছে বন বিভাগ ও পল্লী বিদ্যুৎ বিভাগ। এ সময় প্রায় ১ হাজার মিটার জি আই তার জব্দ করা হয়। বনভূমি দখল করে নির্মিত ২০টি ঘরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, সংরক্ষিত বনে অবৈধভাবে বসবাসকারীরা জি আই তার ব্যবহার করে বন্যপ্রাণী শিকারের জন্য বৈদ্যুতিক ফাঁদ বসিয়েছিল। সেই সঙ্গে সরকারি বনভূমি দখল করে বসবাস করায় ২০টি বসতঘরের বিদ্যুৎ সংযোগ কেটে দেয়া হয়েছে।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য সৈয়দ হামজা বলেন, কিছু অসাধু ব্যক্তি বন্যপ্রাণী ধ্বংসের ঘৃণ্য উদ্দেশ্যে বৈদ্যুতিক ফাঁদ তৈরি করেছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বন বিভাগ ও বিদ্যুৎ বিভাগ যৌথভাবে কাজ করছে। শনিবার অভিযানে জি আই তার জব্দ করা হয়েছে এবং এসব অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
