কুষ্টিয়া, ৭ অক্টোবর:
গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হলেও আজকের বাস্তবতায় সাংবাদিকদের ভূমিকা নানা প্রশ্নের মুখে। সাংবাদিকদের মধ্যে একতা ও সৌহার্দ্য না থাকায় পেশাটির সম্মান ও নিরাপত্তা আজ হুমকির মুখে, “সাংবাদিকরা জাতির দর্পণ, কিন্তু সেই দর্পণ আজ নিজেরাই কলুষিত হয়ে পড়ছে। বিভক্তি, দলীয়করণ, চাটুকারিতা, যুক্ত হয়ে পেশার মর্যাদা হারাচ্ছেন অনেকে।”সারা দেশের মতো কুষ্টিয়াতেও সাংবাদিকরা এখন একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে। এর ফলে তারা একের পর এক হামলা, হুমকি, হয়রানির শিকার হচ্ছেন। তবুও প্রশাসনের নিরব ভূমিকা প্রশ্নবিদ্ধ।”সাংবাদিকদের ভুলের সুযোগ নেই, কারণ তাদের কলম জাতিকে পথ দেখায়। অথচ আজ আমরা নিজেদের আদর্শ ভুলে গিয়ে লোভ, হিংসা, অহংকারে নিমজ্জিত। এভাবে চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম কেবল অপসাংবাদিকতাই দেখতে পাবে।”আমরা নেতা হতে আসিনি, আমরা এসেছি জনগণের কথা তুলে ধরতে। আমাদের মৌলিক অধিকার চাই, নিরাপত্তা চাই, বাক স্বাধীনতা চাই।”আমরা ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ার করে বলতে চাই — সাংবাদিকদের কলম বন্ধ করা যাবে না। সব অপশক্তির বিরুদ্ধে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে।
