রাজধানীতে মুষলধারে বৃষ্টি হয়েছে। সোমবার ভোরে সাড়ে ৫টা থেকে প্রথমে গুঁড়ি গুঁড়ি হয়, পরে অঝোরে বৃষ্টি নামে। তবে এ বৃষ্টি শুরু হয়েছে রোববার গভীর রাত থেকেই। বৃষ্টির সঙ্গে ছিল টানা বজ্রপাত।
বৃষ্টির কারণে নগরীর বিভিন্ন স্থানে পানি জমে গেছে। জলাবদ্ধতা ও যানজটে অফিসগামী মানুষজন চরম ভোগান্তিতে পড়েছেন। পথচারীরা পড়েছেন বেশি বিপাকে। যাতে হাতে ছাতা ছিলো তারা ছাতা মাথায় দিয়ে ছুটেছেন অফিসের দিকে। যাদের হাতে ছাড়া ছিলো না তারা ঘণ্টাব্যাপী দাঁড়িয়ে ছিলেন মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে।
টানা বৃষ্টির কারণে রাজধানীর মানিক মিয়া এভিনিউ, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, ধানমন্ডি, মোহাম্মদপুর, আসাদগেট, ঝিগাতলাসহ বিভিন্ন রাস্তায় পানি জমেছে। কোথাও ছিল হাঁটুপানি, কোথাও কোমরসমান পানি।
মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছিলেন সানোয়ার নামে বেসরকারি এক চাকরিজীবী। তিনি বলেন, অফিসের উদ্দেশে যখন বাসা থেকে বের হয়েছি তখনই শুরু হয়েছে অঝোরে বৃষ্টি। প্রায় এক ঘণ্ট ধরে পড়তে থাকে বৃষ্টি। মাঝখানে একটু থাকলেও গুঁড়ি গুঁড়ি পড়ছেই। সময়মত অফিসে না গেলে তো বেতন কাটা যাবে।
