বুধবার , ২ জুলাই ২০২৫ | ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

আদানির সব বকেয়া পরিশোধ করলো বাংলাদেশ।

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জুলাই ২, ২০২৫ ৮:১৫ পূর্বাহ্ণ

ভারতের আদানি পাওয়ার থেকে আমদানি করা বিদ্যুতের সব বকেয়া পরিশোধ করেছে বাংলাদেশ। ভারতের সংবাদমাধ্যম পিটিআইয়ের বরাতে জানা গেছে, চলতি বছরের জুন মাসে বাংলাদেশ এককালীন ৪৩৭ মিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করেছে, যা এ পর্যন্ত সর্বোচ্চ অর্থ পরিশোধের রেকর্ড।

নয়াদিল্লির সূত্রের উদ্ধৃতি দিয়ে পিটিআই জানিয়েছে, এ অর্থের মধ্যে রয়েছে আগের বকেয়া, বিদ্যুৎ সঞ্চালন ব্যয় এবং বিদ্যুৎ ক্রয়চুক্তি সম্পর্কিত যাবতীয় দেনা-পাওনা। ফলে এখন আদানি পাওয়ারের কাছে বাংলাদেশের কোনো আর্থিক দায় নেই। বরং দুই মাসের বিল অগ্রিম পরিশোধের জন্য এলসি (ঋণপত্র) খোলা হয়েছে এবং সব অর্থের বিপরীতে সার্বভৌম গ্যারান্টিও দিয়েছে বাংলাদেশ সরকার।

বকেয়া সংক্রান্ত জটিলতা না থাকায় আদানি পাওয়ারকে ভারতের ঝাড়খণ্ডের গড্ডায় অবস্থিত কেন্দ্রের দুটি ইউনিট থেকেই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ চালু রাখতে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)।

এদিকে, ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত তিন-চার মাস ধরে বাংলাদেশ প্রতি মাসে গড়ে ৯০ থেকে ১০০ মিলিয়ন ডলার পরিশোধ করেছে।

উল্লেখ্য, ২০১৭ সালের ৫ নভেম্বর আদানি পাওয়ারের সঙ্গে ২৫ বছর মেয়াদি বিদ্যুৎ সরবরাহ চুক্তি করে বাংলাদেশের বিদ্যুৎ বিভাগ। ওই চুক্তির আওতায় ২০০ কোটি ডলার ব্যয়ে ঝাড়খণ্ডের গড্ডায় একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করে আদানি, যেখান থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ চলছে

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত