ভারী বৃষ্টির শব্দে সোমবার ভোরে ঘুমভাঙ্গে রাজধানীবাসীর। ভোর থেকে টানা বৃষ্টিতে ঢাকার রাস্তাজুড়ে কোথাও হাঁটুপানি আবার কোথাও কোমরসমান পানি জমে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে স্কুল-অফিসগামী মানুষ ভোগান্তিতে পড়েন। যান চলাচলও প্রায় অচল ছিল অনেক এলাকায়। দীর্ঘসময় গোটা নগরীজুড়েই এমন দৃশ্য লক্ষ্য করা গেছে। অবশ্য আবহাওয়া অধিদপ্তর আগেই পূর্বাভাস দিয়েছিল সোমবার থেকে বৃষ্টি বাড়ার।
মেঘলা আকাশ আর বজ্র-বৃষ্টিতে ভোর থেকেই ধীর হয়ে আসে নগরীর গতি। সকাল পৌনে ছয়টা থেকে মুষলধারে বৃষ্টি শুরু হলে সকাল সাড়ে ৭টার মধ্যেই রাজধানীর বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে যায়। সোমবার সকালে ৩ ঘণ্টায় ৭১ মিলিমিটার বৃষ্টি হয়। রোববার রাত থেকে বৃষ্টি শুরু হলেও সোমবার ভোরের দিক থেকে বৃষ্টির পরিমাণ বেড়ে যায়। এর কারণে নগরীর বেশিরভাগ এলাকায় পানি জমে যায়।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, মৌসুমি বায়ুর প্রভাবে এ বৃষ্টি। সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত রাজধানীতে ৩ ঘণ্টায় ৭১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর রোববার দিবাগত রাত ১২টা থেকে সকাল ৯টা নাগাদ ৯ ঘণ্টায় ১০৫ মিলিমিটার বৃষ্টি হয়। আর ২৪ ঘণ্টায় রাজধানীতে বৃষ্টি হয়েছে ১০৮ মিলিমিটার। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয় গোপালগঞ্জ ও ফেনীতে ১১৩ মিলিমিটার। এছাড়া আবহাওয়া অধিদপ্তরের ৫১টি সেন্টারের ১১টি বাদে সব ক’টি এলাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরমধ্যে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল অঞ্চলে বেশি বৃষ্টি হয়েছে।